Monday, June 16, 2025
Latestদেশ

প্রশান্ত কিশোরকে বহিষ্কার করল জেডিইউ

পাটনা: আগেই বিহার মুখ্যমন্ত্রীর নীতীশ কুমারের কথায় মিলেছিল ইঙ্গিত। শৃঙ্খলাঙঙ্গ করলেই তাঁকে বহিষ্কার করা হবে দল থেকে। তারপরেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করেন জেডিইউ নেতা তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাই হাতেনাতেই ফল পেতে হল প্রশান্ত কিশোরকে। তাঁকে দল থেকে বহিষ্কার করল বিজেপি শরিক সংযুক্ত জনতা দল(জেডিইউ)। বহিষ্কার করা হয়েছে সাধারণ সম্পাদক পবন ভার্মাকেও।

জেডিইউ জানিয়েছে, প্রশান্ত কিশোর ও পবন ভার্মার সাম্প্রতিক বয়ান থেকে এটা স্পষ্ট যে তাঁরা দলের নীতি ও শৃঙ্খলা মানতে চান না। তাই দলবিরোধী কাজের জন্য তাঁদের দু’জনকে বহিষ্কার করা হল।


জেডিইউ থেকে বহিষ্কার হওয়ার পরপরই টুইটারে নীতীশ কুমারকে খোঁচা দিয়ে প্রশান্ত কিশোর টুইটে লিখেছেন, ধন্যবাদ নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখার জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ভগবান আপনার মঙ্গল করুক।

সম্প্রতি সিএএ ও এনআরসি নিয়ে সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন প্রশান্ত কিশোর ও পবন ভার্মা। সিএএ নিয়ে নীতীশ কুমার কেন চুপ আছেন, প্রশ্ন তোলেন তাঁরা। এটিকেই দলবিরোধী আচরণ বলে গণ্য করে দুই নেতাকে বহিষ্কার করল জেডিইউ।