Tuesday, March 25, 2025
দেশ

মোদীর উন্নয়নমূলক কাজকর্মে মুগ্ধ হয়ে বিজেপিতে যোগ দিলেন জয়া প্রদা

মুম্বাই: জল্পনা সত্যি প্রমাণ করে লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ জয়া প্রদা। বিজেপি সূত্রে খবর, উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্র থেকে সমাজবাদী নেতা আজম খানের বিরুদ্ধে নির্বাচন লড়বেন তিনি।

নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করে এদিন বিজেপিতে যোগ দেওয়ার পরে জয়া প্রদা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজকর্ম দেখে আমি মুগ্ধ। তাই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জয়া প্রদা বলেন, আমি জাতীয় দলের অংশ এবং এমন এক দলে রয়েছি, যার নেতা জাতীয় নিরাপত্তা সম্পর্কে অগ্রণী পদক্ষেপ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে তেলেগু দেশম পার্টির সদস্য হিসেবে রাজনীতিতে অভিষেক ঘটে জয়ার। এর আগে ২০০৪ এবং ২০০৯ সালে রামপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন দক্ষিণ ভারতের এই অভিনেত্রী।