Saturday, June 21, 2025
Latestদেশ

‘দের আয়ে, দুরুস্ত আয়ে’, এনকাউন্টারের সমর্থনে বললেন জয়া বচ্চন

নয়াদিল্লি: হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের ঘটনার পর সংসদে অভিযুক্তদের বিরুদ্ধে সবর হয়েছিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। তিনি সাফ বলেছিলেন, দোষীদের জনতার হাতে তুলে দেওয়া উচিত। এখন সময় এসেছে নির্ভয়া হোক, কাঠুয়া হোক বা তেলেঙ্গনা ধর্ষকদের জনসমক্ষে পিটিয়ে মারা উচিত।

শুক্রবার সকালে হায়দরাবাদ ধর্ষণকান্ডে ৪ অভিযুক্তকে এনকাউন্টারে খতম সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জয়া বচ্চন বলেন, দের আয়ে দুরুস্ত আয়ে। যার বাংলা অর্থ দাঁড়ায় দেরিতে হলেও এটা ঘটল এটাই ভালো।

পুলিশের দাবি, অভিযুক্তরা পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল। বাধ্য হয় পুলিশ গুলি চালায়। মারা যায় চার অভিযুক্ত মহম্মদ আরিফ, জলু শিবা, জলু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকেশবালু। এদের মধ্যে মহম্মদ আরিফের বয়স ২৬ বছর। বাকিদের বয়স ২০ বছর।

৪ অভিযুক্তকে এনকাউন্টারের ঘটনায় অনেকেই বলছেন, সাবাশ তেলেঙ্গনা পুলিশ। এই এনকাউন্টারের পর বলিউড থেকে টলিউড-সবার মুখে একটাই কথা। সোশ্যাল মিডিয়াতেও চলছে পুলিশের জয়গান।