Thursday, December 5, 2024
দেশ

কাশ্মীরে তুষারধসে মৃত ৫ পুলিশকর্মী-সহ মৃত ৮

শ্রীনগর: কাশ্মীরের জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর জওহর টানেলের পুলিশ চৌকিতে তুষারধসে ৮ জনের মৃত্যু হয়েছে। এই আট জনের মধ্যে ৫ জন পুলিশকর্মী। শুক্রবার সকালে তাঁদের দেহ উদ্ধার করা হয়। মোট ১০ জন তুষারধসের কবলে পড়েন। বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

শ্রীনগরে কয়েক দিন ধরেই মারাত্ক তুষারপাত চলছে। আবহাওয়া অত্যন্ত প্রতিকূল। বৃহস্পতিবার সন্ধ্যায় তুষারধসে টানেলের মুখ বন্ধ হওয়ায়, চৌকির মধ্যেই আটকে পড়েছিলেন ওই পুলিশকর্মীরা। রাতেই পুলিশ ও সেনার যৌথ উদ্ধারকারী দল রাতভর ধস সরিয়ে শুক্রবার সকালে আট জনের দেহ উদ্ধার হয়। এ ছাড়া ২ পুলিশকর্মীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

মৃত আট জনের মধ্যে দুই বন্দিও রয়েছে। তাদের জম্মুর জেলে আনা হচ্ছিল। মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিসের এক আধিকারিকেরও। জানা গিয়েছে, আরও এক পুলিশকর্মী নিখোঁজ। তাঁর খোঁজে সেখানে তল্লাশি চলছে।