বন্দিদশা থেকে মুক্তি পেলেন জম্মুর রাজনৈতিক নেতারা
শ্রীনগর: ৩৭০ ধারা বাতিলের প্রায় দুই মাস পর জম্মুর গৃহবন্দি সব রাজনীতিককে মুক্তি দেওয়া হল। তবে কাশ্মীরের রাজনীতিকদের এখনও মুক্তি দেওয়া হয়নি। সোমবার জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনি কর্মকর্তা নির্বাচনের কথা ঘোষণা করার পরই রাজনৈতিক নেতাদের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
৩৭০ ধারা বিলোপ করে রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের পর থেকে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা হয়। অবশেষে জম্মুর রাজনৈতিক নেতাদের বন্দিদশা থেকে মুক্ত করা হল। তবে কাশ্মীরের রাজনৈতিক নেতারা এখনও গৃহবন্দি রয়েছেন।
সরকারি সূত্র জানিয়েছে, আগামী ২৪ অক্টোবর ৩০০টি ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচন, তাই জম্মুর নেতাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
জম্মুতে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত হওয়া রাজনৈতিক নেতারা হলেন- দেবেন্দর সিংহ রানা, রমন ভাল্লা, হর্ষদেব সিংহ, চৌধুরীলাল সিংহ, ভিকার রসুল, জাভেদ রানা, সুরজিৎ সিংহ স্লাথিয়া ও সাজ্জাদ আহমেদ কিচলু। ন্যাশনাল কনফারেন্সের দেবেন্দর রানা জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় আমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন আমার চলাচলে কোনও বিধিনিষেধ থাকবে না।
প্রসঙ্গত, আগামী ২৪ অক্টোবর ৩০০টি ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিনই ভোট গণনা হবে। ২৬ হাজার পঞ্চায়েত সদস্য ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচনে ভোট দেবেন।