Monday, June 16, 2025
Latestদেশ

দু’মাস পর উঠল বিধিনিষেধ, পর্যটকদের জন্যে খুলে দেওয়া হল ভূস্বর্গের দরজা

শ্রীনগর: ৩৭০ ধারা বাতিলের ৬৪ দিন পর বৃহস্পতিবার কাশ্মীর ভ্রমণে বিধিনিষেধ তুলে দেওয়া হল পর্যটকদের উপর থেকে।  মঙ্গলবার, জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল সিংহ ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হল।

৩৭০ ধারা বিলোপের পর সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে কর্তৃপক্ষ সুরক্ষা সতর্কতা জারি করার পরেই আগস্টের শুরুতে হাজার হাজার পর্যটক, তীর্থযাত্রী, শ্রমিক ও অন্যান্য রাজ্যের শিক্ষার্থীদের জম্মু ও কাশ্মীর ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। পর্যটন দফতরের কর্মকর্তাদের মতে, পর্যটন মরশুমের সেরা সময় হওয়ায় উপত্যকায় ওই সময় প্রায় ২০ হাজার থেকে ২৫ হাজার পর্যটক উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা বাতিল ঘোষণার কয়েক ঘন্টা আগেই টেলিফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। স্থগিত করা হয় এ বছরের অমরনাথ যাত্রাও। কেন্দ্রীয় সরকার ব্যাপক নিরাপত্তা বিধিনিষেধ আরোপ করে উপত্যকায়। যে কোনও আপত্তিকর পরিস্থিতি মোকাবেলা করতে অতিরিক্ত সেনা মোতায়েন হয়।

বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করা হয়েছে। কাশ্মীরের পর্যটনই এই অঞ্চলের অর্থনীতির মেরুদন্ড। গত আগস্টের পর থেকে সবচেয়ে খারাপ এক পর্যায়ের সম্মুখীন এখানকার অর্থনীতি। আগস্টের পর থেকেই উপত্যকাটি কার্যত পর্যটকবিহীন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জুনে ১.৭৪ লাখ পর্যটক কাশ্মীর সফর করেছেন এবং জুলাই মাসেই ৩,৪০৩ জন বিদেশি পর্যটক সহ ১.৫২ লাখ মানুষ ভূস্বর্গ ভ্রমণে আসেন। তবে পর্যটন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, আগস্টে পর্যটকদের আগমনের কোনও তথ্যই নেই।