‘গত ছয় দিনে কাশ্মীরে কোথাও কোনো হিংসার ঘটনা ঘটেনি’
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার সিদ্ধান্তের পর উপত্যকার পরিস্থিতি কার্যত থমথমে হয়ে ছিল। সারা দেশের মানুষ আশঙ্কা করেছিল যে, জম্মু ও কাশ্মীরে হয়ত এবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কিন্তু সেরকম কোনো পরিস্থিতি তৈরি তো হয়নি বরং জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ। কোথাও কোনো হিংসাত্মক ঘটনার খবর নেই। শনিবার রাজ্য পুলিশের তরফে একথা জানানো হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের অধিকর্তা দিলবাগ সিংহ জানিয়েছেন, কোনও অবাঞ্ছিত ঘটনার খবর নেই কেবল সামান্য পাথর ছোড়ার ঘটনা ছাড়া। সেই ঘটনাকেও অঙ্কুরেই বিনাশ করা হয়েছে সেখানে দাঁড়িয়েই। একইসাথে, সাধারণ মানুষকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘ভুয়া’ খবরে বিশ্বাস না করার আবেদনও জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের মানুষ সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখেছেন এবং যথেষ্ট সহযোগীতাও করছেন বলে খবর।
Press Release.@diprjk @KashmirPolice @igpjmu pic.twitter.com/mDhlKJMYyO
— J&K Police (@JmuKmrPolice) August 10, 2019
সাধারণ মানুষের বিক্ষোভ ও তাতে পুলিশের গুলি চালানোর দাবি উড়িয়ে দিয়ে তিনি বলেন, কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম উপত্যকায় গুলি চালানোর খবর প্রচার করলেও তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। এমন কোনও ঘটনাই ঘটেনি। গত গত ছয় দিন ধরেই উপত্যকা শান্তিপূর্ণ রয়েছে।
পাশাপাশি শ্রীনগরের একাধিক এলাকায় ট্রাফিকের পরিস্থিতিও স্বাভাবিক। শহরে ভালোরকম যান চলাচল করছে। এদিন জম্মু ও কাশ্মীরে ঈদের বাজার ছিল সরগরম। মানুষজন ঈদের কেনা-কাটায় ব্যস্ত। ট্রাফিকের অবস্থাও ছিল স্বাভাবিক।