সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে নতুন দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল হবে জম্মু-কাশ্মীর ও লাদাখ
নয়াদিল্লি: আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪ তম জন্মবার্ষিকীতে নতুন দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মীর ও লাদাখ। ৩৭০ ধারা বাতিলের বিলে ইতিমধ্যেই শনিবার অনুমোদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বিল নিয়ে সংসদে বিতর্ক চলাকালীন জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলের নাম উল্লেখ করেছিলেন বিলের স্বপক্ষে থাকা সংসদের প্রতিনিধিরা। তাঁদের দাবি, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের ইতি চেয়েছিলেন এই দুই ব্যক্তিত্বও।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সপ্তাহে সংসদে ঘোষণা করেন, অনুচ্ছেদ ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হবে। তীব্র বিরোধিতা সত্ত্বেও বিলটি পাস হয়ে যায়।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, জম্মু ও কাশ্মীর দীর্ঘদিনের জন্য কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থাকবে না। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, উপত্যকার পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।