Tuesday, March 25, 2025
দেশ

৩৭০ ধারা প্রত্যাহার করা হলে ভারতে থাকবে না কাশ্মীর, হুমকি মুফতির

শ্রীনগর: এবার কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ভারতের সঙ্গে কাশ্মীরের সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি। শনিবার মেহবুবা মুফতি প্রশ্ন তোলেন, কেন মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আপনাদের সঙ্গে থাকবে? সরকার যদি ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয়, তাহলেই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।

উল্লেখ্য, সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা নিয়ে বিতর্ক চলছে বহুদিন ধরেই। এই দুই ধারার অধীনে কাশ্মীরের মানুষ সেই ১৯৫৪ সাল থেকে বিশেষ সুযোগ সুবিধা পেয়ে আসছেন। এই ধারা বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশনও জমা পড়েছে। পিটিশনকারীদের মতে, এই ধারা দুটি ভারতের একতা ও সার্বভৌমত্বে পরিপন্থী। বিতর্ক আরও বাড়ে কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই নিয়ে সওয়াল করায়।

অরুণ জেটলি বলেন, সংবিধানের ৩৫এ ধারা জম্মু ও কাশ্মীরের অর্থনৈতিক উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। ৩৫এ ধারা অন্য রাজ্যের বাসিন্দাদের কাশ্মীরে স্থাবর সম্পত্তির মালিক হতে পারবেন না।

বর্তমানে এই ধারাটিকে অসাংবিধানিক বলে উল্লেখ করে শীর্ষ আদালতে মামলা করা হয়েছে। তাঁর কথায়, এখন শীর্ষ আদালত যদি ৩৫-এ ধারাকে অসাংবিধানিক বলে রায় দেয়, তবে ৩৭০ ধারাও অসাংবিধানিক বলে গণ্য হবে।

এর আগে বিচ্ছিন্নতাবাদী নেতা ওমর আবদুল্লা বলেছিলেন, ৩৫এ ধারা উপর কোনও রকমের হস্তক্ষেপ করলে তার ফল মোটেও ভালো হবে না। মেহবুবা মুফতি বলেছিলেন, ৩৫এ ধারা বাতিল করা হলে কাশ্মীর জ্বলবে। ১৯৪৭ সালে যা হয়নি তাই দেখবে ভারত।