২৬/১১-র ১২তম বর্ষপূর্তিতে বড়সড় হামলার ছক, এনকাউন্টারে খতম ৪ জইশ জঙ্গি
নয়াদিল্লি: ২৬/১১-র মুম্বাই সন্ত্রাসবাদী হামলার ১২তম বর্ষপূর্তিতে বড়সড় হামলার ছক কষেছিল ৪ জইশ জঙ্গি। সেই তাদের সেই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হল। এনকাউন্টারে ৪ জয়েশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার জম্মুর উপকণ্ঠে এই ঘটনা ঘটেছে।
নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের নিরাপত্তা পরিস্থতি খতিয়ে দেখতে শুক্রবার রিভিউ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা বলেন নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ কর্তাদের সঙ্গে। রিভিউ বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা ও শীর্ষ গোয়েন্দা আধিকারিকরা।
বৈঠকের পর টুইটে মোদী বলেন, ৪ জঙ্গিকে খতম হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র। বড় হামলা চালানোর অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে নমো বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী চরম সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। তাঁরা তৎপর ছিলেন বলেই বড় নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছে দেশ। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতেই, এই ছক কষেছিল তারা।


