Monday, November 17, 2025
কলকাতা

টুইটারে ট্রেন্ড করল ‘মমতাকে বলো জয় শ্রীরাম’

কলকাতা: ফের ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। এদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভাষণ দিতে উঠতেই জয় শ্রীরাম ধ্বনি দেয় দর্শকাসনে বসে থাকা মানুষেরা। প্রতিবাদস্বরূপ এদিন ভাষণ দেননি মুখ্যমন্ত্রী। শুধু তিনি বলেন, এটা সরকারি অনুষ্ঠান, কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। আমাকে আমন্ত্রণ জানিয়ে এভাবে অপমান করা উচিত হয়নি। প্রতিবাদে আমি কোনও বক্তব্য রাখব না। জয় হিন্দ। জয় বাংলা।

এই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ট্রেন্ড করল #MamtaBanerjeeKoJaiShriRam, অর্থাৎ মমতা বন্দ্যোপাধায়কে বলো জয় শ্রীরাম। সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। তবে রাগে-ক্ষোভে এদিন বক্তব্য না রাখলেও মঞ্চ ছেড়ে যাননি মুখ্যমন্ত্রী। শেষপর্যন্ত মঞ্চেই ছিলেন তিনি। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে মমতাকে ‘বহিন’ বলে সম্বোধন করেন। এদিন মুখ্যমন্ত্রীকে দিদি বলে ডাকেননি।

নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে পোডিয়ামে উঠতেই ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান উঠে। তবে মোদী অবশ্য সেই স্লোগানে তাল মেলাননি। তিনি নেতাজির তৈরি স্লোগান ‘জয় হিন্দ’ বলেন। যাতে করে একটু হলেও বিতর্ক কম হয়। তবে সোশ্যাল মিডিয়া বইছে ‘জয় শ্রীরাম’ স্লোগানের বন্যা।

যদিও এটাই প্রথমবার নয়, এর আগেও জয় শ্রীরাম ধ্বনি শুনে মেজাজ হারাতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় কিছু যুবক। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন মমতা। স্লোগানরত যুবকদের তাড়া করে গিয়ে ধমক দিয়ে তিনি বলেন, কী সাহস! গালাগালি দিচ্ছে ওরা। যা নিয়ে গেরুয়া শিবিরের সমালোচনার মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে।