‘জয় শ্রী রাম ধ্বনি বিতর্কে জড়িয়ে বিরাট ভুল করেছেন মমতা’
গুয়াহাটি: মানুষকে জয় শ্রী রাম ধ্বনি দেওয়া থেকে বিরত করতে চেয়ে বিরাট ভুল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করেন আসমে স্বাস্থ্যমন্ত্রী তথা উত্তর-পূর্ব ভারতে বিজেপির অন্যতম প্রধান সংগঠক হিমন্ত বিশ্বশর্মা।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমার মনে হয় বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। মমতা যখন বলেন জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করা যাবে না। তাতে ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। ভগবান শ্রী রাম চন্দ্র আমাদের সাংস্কৃতিক আইকন, ভারতীয় সভ্যতার অন্যতম বন্দিত নায়ক ভগবান রাম। তাঁর নামে জয়ধ্বনি দিলে রাগ হবে কেন? আমার মনে হয় বাংলার ফলাফলের ক্ষেত্রে এই বিতর্ক বিরাট প্রভাব ফেলেছে।
হিমন্ত বিশ্বশর্মা আরো বলেন, পশ্চিমবঙ্গেরর পাশাপাশি আগামী পাঁচ বছরে কেরালা এবং তামিলনাড়ুতে সংগঠন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে বিজেপি। উল্লেখ্য, কেরালায় অবশ্য শূন্য হাতেই ফিরতে হয়েছে বিজেপিকে। জোট সঙ্গী এআইএডিএমকে-ও মাত্র একটি আসনে জিতেছে তামিলনাড়ুতে।
প্রসঙ্গত, ভোট পর্ব চলাকালীন বিতর্কে জড়ান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আরামবাগ লোকসভা কেন্দ্রের চন্দ্রকোনায় সভা করতে যাওয়ার সময় রাস্তায় তাঁকে দেখে কয়েকজন জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকে। গাড়ি থেকে নেমে এসে তাদের দিকে এগিয়ে যান মমতা। মুখ্যমন্ত্রীকে দেখে তারা ছুটে পালিয়ে যায়। পরে এই ঘটনা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং নিজের ক্ষোভের কথা জানান। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে।