হতাশ বিজেপি বিরোধীরা, অনাস্থা ভোটে মোদীর পাশেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে না থেকেও বিজেপির সবচেয়ে বড় বন্ধু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। জোটসঙ্গী না হয়েও বিজেপির প্রয়োজনে সব সময় পাশে দাঁড়ান জগন মোহন। ফের বিজেপির সঙ্গে বন্ধুত্বের প্রমাণ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। ওয়াই এস আর কংগ্রেস জানিয়েছেন, সংসদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব, মণিপুর ইস্যু এবং দিল্লির অর্ডিন্যান্স ইস্যুতে তারা নরেন্দ্র মোদীকে সমর্থন করবে।
উল্লেখ্য, লোকসভায় ওয়াইএস আর কংগ্রেসের ২২ জন ও রাজ্যসভায় ৯ জন সাংসদ আছেন। যা লোকসভা ভোটে বিজেপিকে স্বস্তি দেবে।
ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতা ভি বিজয়সাই রেড্ডি ঘোষণা করেছেন, “আমরা দিল্লি পরিষেবা বিল এবং মণিপুর ইস্যুতে সরকারের পক্ষে ভোট দেব।”
দিল্লির অর্ডিন্যান্স ইস্যু নিয়ে আম আদমি পার্টি (এএপি) এবং মোদী সরকারের মধ্যে বিরোধ শুরু হয়েছে। এ প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি বলেন, ‘দিল্লি একটি পূর্ণাঙ্গ রাজ্য হলে আমরা তাদের সমর্থন করতাম। এই ক্ষেত্রে, এটি একটি পূর্ণ রাজ্য নয় এবং এমন অনেক এলাকা রয়েছে যা সরকারের সাথে রয়েছে।’