প্রথমবার লড়েই SFI-কে হারিয়ে যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় ABVP
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটে ইঞ্জিনিয়ারিং বিভাগে জয়ের পথে ডিএসএফ। দ্বিতীয় স্থানে রয়েছে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি), তৃতীয় স্থানে রয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। অন্যদিকে, কোনও বিভাগেই খাতা খুলতে পারেনি তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)।
ইঞ্জিনিয়ারিং বিভাগে মোট ১৪০৫টি ভোট পড়েছে। তারমধ্যে ডিএসএফ পেয়েছে ১১৬৭টি ভোট। এবিভিপি পেয়েছে ১১৫টি ভোট। এসএফআই পেয়েছে ৭০টি। টিএমসিপি পেয়েছে ২৯টি ভোট। নোটায় পড়েছে ২২টি ভোট।
বিজ্ঞান বিভাগে ৪টি পদেই জয়ী হয়েছে ডব্লিউটিআই (উই দ্য ইনডিপেন্ডেন্ট)। উল্লেখ্য, বিজ্ঞান বিভাগে এবিভিপি কোনও প্রার্থী দেয়নি। অন্যদিকে, কলা বিভাগে এগিয়ে রয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। কলা বিভাগে সামন্য কিছু ভোট পেয়েছে এবিভিপি।
উল্লেখ্য, বুধবার শান্তিপূর্ণভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট সম্পন্ন হয়। এবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার কলা বিভাগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রার্থী দিয়েছিল এবিভিপি। প্রথমবারেই ইঞ্জিনিয়ারিং বিভাগে খাতা খুলল তাঁরা। আর খাতা খুলেই দ্বিতীয় স্থান দখল করল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি।