বিশ্বে শান্তির নজির গড়বে কাশ্মীর: মোদী
নয়াদিল্লি: সংবিধানের ৩৭০ নম্বর ধারায় জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল হয়েছে। বৃহস্পতিবার রাতে কাশ্মীর প্রশ্নে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে নিজের বক্তব্য প্রদান করেন মোদী। সেই বক্তৃতায় তিনি ভারতবাসীকে বুঝানোর চেষ্টা করলেন, ৩৭০ বাতিলের ফলে কীভাবে কাশ্মীরবাসীই লাভবান হবে। আশ্বাস দিলেন জম্মু কাশ্মীরে ব্যাপক উন্নয়নের। সেই সঙ্গে সন্ত্রাসবাদ দমনের মাধ্যমে কাশ্মীর শান্তির জনপদ হিসেবে বিশ্বের কাছে নজির সৃষ্টি গড়বেন বলেও জানালেন তিনি।
মোদী বলেন, ‘৩৭০ ধারা কার্যকর থাকায় জম্মু-কাশ্মীর পেয়েছে শুধু সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, পরিবারবাদ এবং দুর্নীতি। জনকল্যাণে সংসদে যে সব আইন তৈরি হতো, তা কার্যকরি হতো না উপত্যকায়। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা পেতেন না। এমনকি, চাকরিতে সংরক্ষণ, তথ্য জানার অধিকারের মতো আইনও সেখানে কার্যকরি ছিল না। সেই সব থেকে মুক্ত হয়ে এক নতুন জম্মু-কাশ্মীর আত্মপ্রকাশ করেছে।’
কেন্দ্রের অধীনে থাকায় এখন জম্মু-কাশ্মীরে পরিকাঠামো, যোগাযোগ, ব্যবসা, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য—সব ক্ষেত্রে উন্নয়ন গতি আসবে বলে আশ্বাস দিয়েছেন মোদী। তবে বেশি দিন যে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে না, তাও এ দিন কাশ্মীরবাসীকে আশ্বস্ত করেছেন তিনি।
কাশ্মীরবাসীকে দেশবাসীর সঙ্গে একাত্ম করতে মোদী বলেন, আপনারা কখনওই মনে করবেন না আলাদা। আপনাদের সুখ-দুঃখ আমাদেরও সুখ-দুঃখ। কাশ্মীরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে ধুমধাম করে ঈদ পালনের কথাও বলেন প্রধানমন্ত্রী।