Sunday, March 16, 2025
রাজ্য​

রাজ্যে ৭ দফায় ভোট মানুষের পক্ষে সমস্যার, রমজান মাসে কার স্বার্থে ভোট, প্রশ্ন ফিরহাদের

কলকাতা: রবিবার বিকালে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ এবং সপ্তম তথা শেষ দফার ভোট ১৯ মে। এদিকে, ৫ মে থেকে রমজান মাস শুরু হওয়ার কথা। রমজান মাসের মধ্যে ভোট পড়ায় ক্ষুব্ধ তৃণমূল।

লোকসভার নির্ঘণ্ট প্রকাশের পরই সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, রাজ্যে ৭ দফায় ভোট হলে সমস্যায় পড়বেন মানুষ। এ সময় চলবে রমজান মাস। এছাড়াও গরম পড়ে যাবে। ফলে বুথে বুথে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গিয়ে ভোটাররা সমস্যায় পড়বেন।

যদিও শাসকদলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। রমজান মাসে ভোটের কথা বলে তৃণমূল মুসলিমদের উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। এর আগে কি রমজানে ভোট হয়নি? প্রশ্ন রাহুল সিনহার।

এদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র রমজান মাসের মধ্যে নির্বাচনের যে দিনগুলি পড়েছে সেগুলি পুনরায় বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন।