সাফল্যের সঙ্গে HysIS-সহ ৩১টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো
শ্রীহরিকোটা: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে PSLV-C43 রকেটে করে ভারতীয় ‘হাইসিস’সহ আটটি দেশের আরও ৩০টি কৃত্রিম স্যাটেলাইট মহাকাশে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৮ মিনিটে ইসরোর PSLV রকেট দেশের প্রথম হাইপাল স্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট (HysIS) ও ৩০টি বিদেশি স্যাটেলাইট নিয়ে রওনা দেয় মহাকাশে।
১১২ মিনিটের যাত্রা শেষে ‘হাইসিস’কে সূর্যের সমান্তরাল মেরু ৬৩৬ কিলোমিটার কক্ষপথে বসিয়েছে PSLV-C43। এছাড়াও আট দেশের এক মাইক্রো ও ২৯ ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাড়ি দিয়েছে। যাদের মিলিত ওজন ২৬১.১ কেজি। যাদের ৫০৪ কিলোমিটার কক্ষপথে বসাবে PSLV-C43। এর মধ্যে ২৩টি হল মার্কিন যুক্তরাষ্ট্রের। বাকি উপগ্রহগুলি অস্ট্রেলিয়া, কানাডা, কলম্বিয়া, ফিনল্যান্ড, মালয়েশিয়া, নেদারল্যান্ডস ও স্পেনের।
Andhra Pradesh: ISRO launches HysIS and 30 other satelites on PSLV-C43 from Satish Dhawan Space Centre in Sriharikota. pic.twitter.com/H8ci9RRz5B
— ANI (@ANI) 29 November 2018
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৮০ কেজি ওজনের HysIS হল উন্নত মানের স্যাটেলাইট যেটি পৃথিবীর উপর নজরদারি চালাবে। ইসরো আরও জানিয়েছে, বাকি উপগ্রহগুলিকে ব্যবসায়িক ভিত্তিতে উৎক্ষেপণ করা হয়।
এদিন PSLV ৪৫তম অভিযান চালাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। গত ২৫ বছরে ইসরো ৫২টি ভারতীয় ও ২৮টি দেশের ২৩৯টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। উল্লেখ্য, ভারতীয় রকেটে চেপে এই প্রথম মহাকাশে পাড়ি দিল অস্ট্রেলিয়া, কলম্বিয়া, মালয়েশিয়া, স্পেন, কানাডা, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের স্যাটেলাইট।