Thursday, January 23, 2025
Latestদেশ

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে ডকিং প্রযুক্তি অর্জনের পথে ISRO

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহাকাশে ডকিং প্রযুক্তি অর্জনের পথে ISRO, ঐতিহাসিক মাইলফলক স্পর্শের প্রস্তুতি। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে আগামী ৩০ ডিসেম্বর SPADEX মিশন পরিচালনা করবে ISRO।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO আবারও ইতিহাস গড়তে চলেছে। চলতি বছরের ৩০ ডিসেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের “SPADEX” মিশন উৎক্ষেপণ করা হবে। এই মিশনের মাধ্যমে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে দুটি মহাকাশযানকে “ডক” এবং “আনডক” করার সক্ষমতা অর্জন করতে চলেছে। বর্তমানে এই প্রযুক্তি কেবলমাত্র আমেরিকা, রাশিয়া এবং চিনের হাতে রয়েছে।

মিশনের উদ্দেশ্য ও গুরুত্ব

SPADEX (Space Docking Experiment) মিশনের মূল লক্ষ্য মহাকাশে দুটি মহাকাশযানের মধ্যে ডকিং এবং আনডকিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা। এটি ISRO-এর ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প যেমন চাঁদ থেকে নমুনা ফিরিয়ে আনা এবং ভারতীয় মহাকাশ স্টেশন (BAS) নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মহাকাশযানের মধ্যে সংযুক্তি প্রক্রিয়াকে বলা হয় “ডকিং” এবং পৃথকীকরণকে বলা হয় “আনডকিং”। SPADEX মিশনে PSLV-C60 রকেট থেকে একসঙ্গে দুটি ছোট মহাকাশযান উৎক্ষেপণ করে পৃথিবী থেকে প্রায় ৪৭০ কিলোমিটার উঁচুতে কক্ষপথে স্থাপন করা হবে। প্রথম পর্যায়ে দুটি মহাকাশযান ২০ কিলোমিটার দূরত্বে সরে গিয়ে সুনির্দিষ্ট ডকিং ও আনডকিং প্রক্রিয়া সম্পন্ন করবে।

মিশন সময়সারণ ও প্রস্তুতি

SPADEX মিশন ৩০ ডিসেম্বর রাত ৯টা ৫৮ মিনিটে উৎক্ষেপণ করা হবে। PSLV-C60 রকেটটি কক্ষপথে দুটি মহাকাশযানকে স্থাপন করবে, যা পৃথিবীর সঙ্গে ৫৫ ডিগ্রির কোণে কক্ষপথে অবস্থান করবে। বেঙ্গালুরুর ISRO মিশন কন্ট্রোল থেকে এই জটিল প্রক্রিয়া পরিচালিত হবে।

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ:

ISRO মহাকাশযান উৎক্ষেপণের অভিজ্ঞতা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করেছে। এর জন্য তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে শ্রীহরিকোটার লঞ্চ ভিউ গ্যালারি থেকে সরাসরি উৎক্ষেপণ পর্যবেক্ষণ করা যাবে।

এই মিশনের সাফল্যের মাধ্যমে ISRO এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের অবস্থান আরও মজবুত করবে।