Sunday, September 15, 2024
দেশ

ইসরোর মুকুটে নয়া পালক, GSAT-29 মহাকাশে পাঠাল ভারত

শ্রীহরিকোটা: আরও একটি নয়া পালক জুড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে। ভারতের সবচেয়ে ভারী রকেট জিএসএলভি-এমকে-থ্রির সাহায্য দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশে পাঠাল কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-২৯। বুধবার বিকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এই কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।

এনিয়ে চলতি বছর পঞ্চম উৎক্ষেপণ করল ইসরো। জিস্যাট-২৯ এর ওজন ৩,৪২৩4কিলোগ্রাম (প্রায় ৩.৪ টন)। মাত্র ১৬ মিনিটে জিও ট্রান্সফার অর্বিটে পৌঁছে যায় জিস্যাট-২৯। এই রকেটটি সংস্থাটির সব থেকে বেশি শক্তি সম্পন্ন যান। দশ বছর ধরে কাজ করবে স্যাটেলাইটটি। ইসরোর প্রধান কে শিবান জানিয়েছেন, এই উৎক্ষেপণ দেশের পক্ষে অতি বড় মাইলস্টোন। চন্দ্রায়ন-২ অভিযানেও ব্যবহার করা হবে এই রকেটটি।

কে শিবান বলেন, ভারতের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামকে আরও সফল করতে অনুঘটকের কাজ করবে এই কৃত্রিম উপগ্রহ। গ্রামীণ ভারতে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে এই কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে। এছাড়া জম্মু ও কাশ্মীরে ও উত্তর-পূর্ব ভারতে ডিজিটাল কানেক্টিভিটি বাড়িয়ে তুলতে এই উপগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা গেছে।