Thursday, November 13, 2025
দেশ

ভারতের উপর ‘পূর্ণ আস্থা’ আছে, দিল্লিতে বিস্ফোরণের পর বার্তা ইজরায়েলের

নয়াদিল্লি: দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে রাজধানীর এই ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারের তরফে বলা হয়েছে, এই ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। বিস্ফোরণের পর মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে সুরক্ষা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে ইজরায়েল-ভারতের কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে কিনা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সেই আশঙ্কা দূর করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র মের মে-শাবাত। তিনি জানিয়েছেন, বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে ভারতের উপর ‘পূর্ণ আস্থা’ রয়েছে তাঁদের।

এই বিস্ফোরণে ক্ষয়ক্ষতি, প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। বিস্ফোরণের মাত্রা কম হলেও কড়া ব্যবস্থা নিয়েছে নয়াদিল্লি। ইজরায়েলের বিদেশমন্ত্রী গাবি আশকেনাজিকে ফোন করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে ভারত এবং দোষীদের রেয়াত করা হবে না। আসরে নেমেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।

উল্লেখ্য, শুক্রবার বিকাল ৫ টা ৫ মিনিটে দিল্লির এপিজে আবদুল কালাম রোডে ইজরায়েলের দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণ ঘটে। হতাহতের কোনও খবর না মিললেও রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষত বিস্ফোরণস্থল থেকে ২-৩ কিলোমিটার দূরে ‘বিটিং দ্য রিট্রিট’ (প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান) চলছিল। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। এই ঘটনার পর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা।