মার্কিন অভিযানে খতম জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের ‘দ্বিতীয় শীর্ষ’ নেতা আল-মুহাজির
ওয়াশিংটন: কুখ্যাত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (ISIS)- এর প্রধান আবু বকর আল-বাগদাদিকে খতম করার একদিন পর সংগঠনটির ‘দ্বিতীয় শীর্ষ’ নেতা আবু আল-হাসান আল-মুহাজিরকেও খতম করল মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেনার একটি বিশেষ বাহিনী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বাগদাদিকে হত্যা খতম করে। এর একদিন পর রবিবারেই পৃথক অভিযানে সিরিয়ার আলেপ্পো প্রদেশের জারাবলুসে খতম করা হয় বাগদাদির ডান হাত আল-মুহাজিরকে।
বাগদাদির ডান হাত তথা আইএসের মুখপাত্র আল-মুহাজির খতম করার বিষয়টি রবিবার প্রথম প্রকাশ্যে আনেন কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এসডিএফের প্রধান মজলুম আবদি। এই অভিযানে কুর্দি গোয়েন্দারাও অংশ নিয়েছিল বলে জানা গেছে।
এসডিএফের প্রধান মজলুম আবদি টুইট বার্তায় জানান, এসডিএফ এবং মার্কিন সেনাবাহিনীর সমন্বিত অভিযানে জারাবলুস শহরের কাছে আইন আল-বায়দাহ গ্রামে আল-মুহাজিরকে খতম করা হয়েছে। আইএস মুখপাত্র আল-মুহাজির যিনি বাগদাদির ডানহাত ছিলেন। আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসডিএফ।
মার্কিন সৈন্যরা পৌঁছেই আল-বাগদাদিকে আত্মসমর্পণের আহ্বান জানায়। আল-বাগদাদি তখন একটি সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়।মার্কিন সৈন্যরা তখন দরজা দিয়ে ভেতরে না ঢুকে দেয়ালে গর্ত তৈরি করেন। এক পর্যায়ে আল-বাগদাদি নিজের শরীরে বেঁধে রাখা আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটান এবং সুড়ঙ্গের ভেতরেই মারা যান। বিশেষ বাহিনী দেহাবশেষ নিয়ে ডিএনএ পরীক্ষা চালায় এবং ফলাফল থেকে আল-বাগদাদির পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়।