Sunday, June 22, 2025
Latestআন্তর্জাতিক

বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ

ঢাকা: ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের কার্যক্রম বন্ধের দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার মহম্মদপুরের টাউন হল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুসল্লিরা। এসময় তারা ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনার বিচারের দাবিতেও স্লোগান দেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহম্মদপুরের টাউন হলের আল্লাহ করিম মসজিদ ও মসজিদ সংলগ্ন সড়কে এই অবরোধ ও বিক্ষোভ শুরু হয়।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভে তারা ইসকনের কার্যক্রম বন্ধের দাবি তুলেছেন। এ ছাড়া মহানবী হযরত মহম্মদ (সা.)-এর জন্য উৎসর্গ করা রক্ত বৃথা যেতে দেব না’ সহ বিভিন্ন স্লোগান দেয়। মহম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব বর্মণ বলেন, ভোলার ঘটনায় নিহতের বিচারের দাবিতে সকাল থেকেই তারা আল্লাহ করিম মসজিদের সামনে জড়ো হতে থাকেন। সেখানে মাইকে বক্তৃতা দেন। বক্তৃতা শেষে সড়কে নেমে মিছিল করেন। মিছিলের পর সড়কে বসেই বক্তৃতা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভে তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। ভোলায় পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে গুলি চালানো কর্মকর্তাদের বিচারের দাবি করেন। বিক্ষোভের কারণে প্রায় ঘণ্টাখানেক সময় টাউনহল সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে মহম্মদপুরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ১২টার দিকে মুসল্লিরা সড়ক ছেড়ে দেন।

প্রসঙ্গত,ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে ‘তৌহিদি জনতা’র সমাবেশ ঘিরে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ দেড় শতাধিক আহত হয়েছেন।