Friday, June 20, 2025
Latestআন্তর্জাতিক

বাগদাদির মৃত্যুর খবর স্বীকার করল ইসলামিক স্টেট, নতুন নেতার নাম ঘোষণা

ওয়াশিংটন: আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করল। পাশাপাশি সংগঠনের নয়া প্রধানের নামও ঘোষণা করল তারা। আইএসের নতুন প্রধান হলেন কুখ্যাত জঙ্গি আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরেশি। মার্কিন বাহিনীর অভিযান নিহত হয় বাগদাদি।

মৃত্যুর আগে সিরিয়ার ইডলিব প্রদেশের বারিশা গ্রামে আস্তানা গেড়েছিল বাগদাদি। সেখানেই মার্কিন বাহিনীর তীব্র আক্রমণের মুখে পড়ে পালানোর চেষ্টাও করে বাগদাদি। কিন্তু সফল হয়নি। আইএসের ওই ঘাঁটিতে একটি সুড়ঙ্গে ঢুকে পড়ে বাগদাদি। শেষে সুইসাইড ভেস্টের (বোমা বাঁধা পোশাক) মাধ্যমে বিস্ফোরণ ঘটায় বাগদাদি। সঙ্গে ছিল তার তিন সন্তানও। বিস্ফোরণে সকলেই মারা যায়।

ধ্বংসস্তূপ থেকে দেহাবশেষ সংগ্রহ করে তার ডিএনএ পরীক্ষাও করে মার্কিন বাহিনী। তাতেই আইএস জঙ্গি প্রধান বাগদাদির পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় ওয়াশিংটন। এর পর তার দেহ ৯/১১ হামলার মূলচক্রী, আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের মতো সমুদ্রে সমাধি দিয়ে দেওয়া হয়েছে।

আইএস মুখপাত্র আবু হামজ়া আল-কুরেশি এক অডিও বার্তায় তাদের নতুন প্রধানের নাম ঘোষণা করে। টেলিগ্রাম অ্যাপে প্রচারিত ওই অডিও বার্তায় বাগদাদির মৃত্যু নিশ্চিত করে আইএস। পাশাপাশি তাদের নতুন প্রধানের নাম ঘোষণা করে আমেরিকাকে নতুন করে হুমকিও দেওয়া হয়।