Monday, June 16, 2025
Latestআন্তর্জাতিক

মার্কিন হানায় খতম আইএস-প্রধান আবু বকর আল-বাগদাদি, ট্রাম্পের টুইট ঘিরে গুঞ্জন

ওয়াশিংটন: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির গোপন আস্তানায় শনিবার অভিযান চালাল মার্কিন যুক্তরাষ্ট্র। ‘ফক্স নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার স্থানীয় সময়ে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় এই অভিযান চালায় মার্কিন সেনা। মার্কিন সেনার অভিযানে সম্ভবত মারা গিয়েছে আইসিস নেতা আবু বকর অল বাগদাদি।

প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত এই ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি নেতা খতম মার্কিন সেনা অভিযানে। পরে ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক ওই দাবিকে স্বীকার করেছেন বলে ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, ট্রাম্প প্রশাসন আবু বকর আল বাগদাদির মাথার মূল্য ধার্য করেছিল আড়াই কোটি ডলার।

মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে নিউজউইক জানিয়েছে, মার্কিন অভিযানে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি খতম হয়েছেন। তবে এই হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এরপর শনিবার রাত ৯.২৩ মিনিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানান, এইমাত্র খুব বড় কিছু একটা ঘটে গেছে। তারপর হোয়াইট হাউসের উপ সংবাদমাধ্যম সচিব বোগান গিডলি জানান, রবিবার সকাল ন’টায় মার্কিন প্রেসিডেন্ট বড় একটি ঘোষণা করতে চলেছেন। তবে ডোনাল্ড ট্রাম্প কী নিয়ে ঘোষণা করবেন সে সম্পর্কে কোনও ইঙ্গিত দেননি তিনি।