Thursday, September 19, 2024
দেশ

বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান সহ বহু নেতা-কর্মী

ভোপাল: আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন। ২০১৯ সালের লোকসভার আগে বিধানসভা নির্বাচনকে সেমি ফাইনাল হিসেবে ধরেই প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইছে সকলে। তবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দু’দিনের মালওয়া-নিমর সফরের আগেই এবার বড় ধাক্কা খেল কংগ্রেস।

রবিবার রাতে ইসাগড়ে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদের দাবিদার কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত নগর পঞ্চায়েত প্রধান ভূপেন্দ্র নারায়ণ দ্বিবেদী সহ পঞ্চায়েতের সকল সদস্য বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে যোগদানের পরেই দ্বিবেদী কংগ্রেস নেতাদের প্রতি তোপ দাগতে শুরু করেছেন।

এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনেই বিজেপির প্রদেশ কার্য্যালয়ে ভূপেন্দ্র নারায়ণ দ্বিবেদী, বন্দনা দ্বিবেদী, ভগবত দয়াল সেন, লিয়াকত খান, সন্তোষ সেন, ভানুসিং লোধী, মুকেশ শর্মা, রাজকুমার সহ অনেকেই বিজেপিতে যোগদান করলেন। আর এই যোগদানের সঙ্গে সঙ্গে ইসাগড়ের সমগ্র নগর পঞ্চায়েত বিজেপির হয়ে গেল।

প্রসঙ্গত, এর আগে শনিবার কন্নুরে অমিত শাহের বক্তব্যের পর ইসরোর প্রাক্তন চেয়ারম্যান মাধবন নায়ার সহ আরও অনেকেই বিজেপিতে যোগদান করেন। মাধবন নায়ার ছাড়াও এই তালিকায় ট্রাভাঙ্কোর বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ও কেপিসিসি এগজিকিউটিভ কমিটির সদস্য জি রমন নায়ার গেরুয়া শিবিরে নাম লেখান।