হিজাব ছাড়া আন্তর্জাতিক টুর্নামেন্ট দাবা খেলা ইরানের সেই তরুণী স্পেনের নাগরিকত্ব পেলেন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে হিজাব ইস্যুতে উত্তাল ইরান। হিজাব না পরলে মহিলাদের চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে, ২ বছর পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এছাড়াও নানাবিধ দমন-পীড়ন করা হচ্ছে। এই পরিস্থিতিতে হিজাব ছাড়াই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া ইরানের তরুণী দাবা খেলোয়াড় সরসাদত খাদেমলশারিহকে (সারা খাদেম নামে পরিচিত) বুধবার নাগরিকত্ব দিল স্পেন।
বলে রাখা ভালো, ইরান কর্তৃপক্ষ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করা ইরানের নারী খেলোয়াড়দের জন্য হিজাব বাধ্যতামূলক করেছে। নিয়ম অমান্য করলে গ্রেপ্তারি ইরান তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে।
সরসাদত খাদেমলশারিহ হিজাব ছাড়াই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার দায়ে গ্রেপ্তারি পরোয়ানার মুখে পড়েন। এবার ইরানি ওই তরুণী খেলোয়াড়কে নাগরিকত্ব দিল স্পেন।
গত বছরের ডিসেম্বরের শেষের দিকে কাজাখস্তানের আলমাটিতে এফআইডিই ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপে দাবা টুর্নামেন্টে হিজাব ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করেন সারা খাদেম। এরপরেই ইরান সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বাধ্য হয়ে চলতি বছরের জানুয়ারিতে স্পেনে চলে যান সারা। বুধবার তাকে নাগরিকত্ব দিল স্পেন। রয়টার্স