ট্রাম্পের মাথার দাম ৮০ মিলিয়ন ডলার ঘোষণা করল ইরান
তেহরান: শুক্রবার মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি। এনিয়ে ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এহেন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ৮০ মিলিয়ন ডলার ঘোষণা দিয়েছে ইরানের শীর্ষ নেতারা।
রবিবার ইরানের মাশহাদ শহরে সোলাইমানির শেষকৃত্যে জনতার ঢল নামে। যা প্রচার করে দেশটির সরকারি টেলিভিশন। ইরানের এক শীর্ষ নেতা ঘোষণা দিয়ে বলেন, ইরানের জনসংখ্যা প্রায় ৮০ মিলিয়ন। প্রতিটি নাগরিক এক ডলার করে দিলে যে টাকা হবে, তা যিনি ট্রাম্পের মাথা এনে দিতে পারবেন, তাকে দেওয়া হবে।
সোলাইমানিকে হত্যার প্রতিবাদে ইরানে চার দিনের শোক ঘোষণা করা হয়েছে। সোলাইমানির মরদেহ শিয়া মুসলমানদের ৫টি পবিত্র স্থানে নেওয়া হয়। এর মধ্যে একটি মাশহাদ।
গত শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি। পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে।