Tuesday, March 25, 2025
Latestরাজ্য​

নারদ-কাণ্ডে আইপিএস এসএমএইচ মির্জাকে গ্রেফতার করল সিবিআই

কলকাতা: নারদ স্টিং অপারেশন মামলায় আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বৃহস্পতিবার বিকালেই তাঁকে নগর দায়রা আদালতে হাজির করা হয়। সিবিআই মির্জাকে ৫ দিন নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছে। সেই আবেদন মঞ্জুর করে মির্জাকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

নারদ মামলায় মির্জাই প্রথম অভিযুক্ত, যাকে গ্রেফতার করা হল। বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জার বিরুদ্ধে অভিযোগ, নারদ স্টিং অপারেশনে তাকে টাকা নিতে দেখা গিয়েছে। তাই তাকে গ্রেফতার করল সিবিআই। সিবিআই জানিয়েছে, নারদ স্টিং ফুটেজের যে ভিডিও সামনে এসেছিল, তাতে টাকা নিতে দেখা যায় এসএমএইচ মির্জাকে। তিনি তখন বর্ধমানের পুলিশ সুপার পদে নিযুক্ত ছিলেন।

২০১৬ সালে সামনে আসা ওই স্টিং অপারেশনের ভিডিও থেকেই জানা যায়, ২০১৪ সালে মির্জা নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছিলেন। সিবিআইয়ের করা এফআইআরে ১২ নম্বরে নাম রয়েছে মির্জার। কেন তিনি ওই টাকা নিয়েছিলেন, কারও নির্দেশে টাকা নিয়েছিলেন কি না, সে বিষয়ে তাঁকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সিবিআই জানিয়েছে, মির্জার গলার স্বরের সঙ্গে ওই ভিডিওর কণ্ঠস্বরের প্রাথমিকভাবে মিল পাওয়া গিয়েছে। এই গ্রেফতার সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সকলের জানার অধিকার রয়েছে। যে দুর্নীতি হয়েছে, তার সত্যতা সামনে আসুক। দোষীরা শাস্তি পাক। তবে আরও আগে হতে পারত। এই প্রক্রিয়া শুরু হয়েছে, তদন্ত দ্রুত শেষ হোক।

এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কে কোথায় গ্রেফতার করল, তা নিয়ে মন্তব্য করা আমার উচিত না।