বাঙালির গর্বের দিন, টোকিও অলিম্পিকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ
কলকাতা: বাঙালিদের জন্য গর্বের খবর। টোকিও অলিম্পিকসে টিম ইন্ডিয়ার গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার জন্য BCCI প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ জানাল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)। উল্লেখ্য, চলতি বছরের ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। চলবে ৯ তারিখ আগস্ট পর্যন্ত।
সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রাজীব মেহতা মহারাজকে চিঠি লিখে টোকিও অলিম্পিকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে রাজীব মেহতা সৌরভ গঙ্গোপাধ্যায়কে লিখেছেন, চলতি বছরের অলিম্পিকে ১৪ থেকে ১৬টি স্পোর্টস ক্যাটেগরি থেকে দেশের ১০০ থেকে ২০০ জন অ্যাথলিট অলিম্পিকে অংশ নেবে। সেখানে সিনিয়রের পাশাপাশি প্রথমবার অলিম্পিকে অংশ নিতে চলা ক্রীড়াবিদরা রয়েছেন।

IOA-এর সচিব রাজীব মেহতা চিঠিতে লিখেছেন, দেশের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা আপনি। বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে। প্রশাসক হিসেবে আপনি সবসময়ে তরুণ প্রতিভাদের পরিচর্যায় জোর দিয়েছেন। আপনি যদি অলিম্পিকে তরুণ অ্যাথলিটের সঙ্গে থাকেন, তাহলে প্রত্যেকের মনোবল বাড়াবে। দেশের অলিম্পিক বিপ্লবেও সাহায্য করবে। আশা করছি, অলিম্পিক গেমস টোকিও ২০২০-এ টিম ইন্ডিয়ার জন্য় আপনি সমর্থনের হাত বাড়িয়ে দেবেন।