Monday, March 24, 2025
দেশ

সন্ত্রাসবাদের শিকড় পাকিস্তানেই, ৯/১১ হামলার কথা স্মরণ করে বললেন মোদী

নয়াদিল্লি: ৩৭০ ধারা বিলোপ ইস্যুতে টানাপড়েন চলছে ভারত-পাকিস্তানের। এর মধ্যেই পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসে মদত জোগানোয় পাকিস্তানকে সন্ত্রাসের ‘আঁতুড়ঘর’ বলে উল্লেখ করলেন তিনি। বুধবার মথুরায় ‘স্বচ্ছতা হি সেবা’ অনুষ্ঠানে যোগদান করেন মোদী। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে ৯/১১ হামলার প্রসঙ্গ টেনে মোদী বলেন, বর্তমানে সন্ত্রাসবাদ এমন একটি আদর্শে পরিণত হয়েছে, যা প্রত্যেকটি সীমান্ত অতিক্রম করছে। এটা একটি আন্তর্জাতিক সমস্যা এবং বিশ্বের কাছে এটি একটি বিপদ, যার মূল রয়েছে আমাদের প্রতিবেশী দেশে।

মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে অঙ্গীকার করতে হবে, এবং যারা একে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং জঙ্গিদের আশ্রয় ও প্রশিক্ষণ দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। মোদী বলেন, ভারত ইতিমধ্যেই  সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতেও করবে। এ ব্যাপারে গোটা বিশ্বকে এক জোট হয়ে লড়তে হবে। যে বা যারা দেশের মাটিতে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, প্রশিক্ষণ দেয়, তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।

মোদী বলেন, এখনই কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর কথায়, এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত ভারত। প্রসঙ্গত, ১০০ বছর আগে আজকের দিনেই আমেরিকার শিকাগোয় ঐতিহাসিক বক্তৃতা দেন স্বামী বিবেকানন্দ। তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক শতক আগে আজকের দিনেই শিকাগোয় ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন স্বামী বিবেকানন্দ, আমাদের সংস্কৃতির গভীরতা সম্পর্কে জেনেছিল গোটা বিশ্ব। তবে দুর্ভাগ্যের বিষয়, এই ৯/১১-তেই সবচেয়ে বড় সন্ত্রাস হামলা হয়েছিল, যা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে।