Saturday, September 23, 2023
দেশ

ইন্টারনেট পরিষেবা বন্ধ বাদুড়িয়ায়

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগণার বসিরহাট এলাকার বাদুড়িয়া৷ ঘটনার সূত্রপাত এক স্কুল পড়ুয়ার ফেসবুক পোস্ট থেকে। তাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা উত্তর ২৪ পরগণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে৷ ধারনা করা হচ্ছে সে জন্যেই, গোটা জেলাতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। স্থানীয় মানুষের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই বারাসত থেকে শুরু করে বসিরহাট পর্যন্ত কেউ ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারছেন না৷ সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে দেওয়া রুখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

বাদুড়িয়া এলাকায় আধাসামরিক বাহিনীও নামানো হয়েছে ৷ জেলার থানাগুলিতে বিএসএফ এর জওয়ানদের মোতায়েন করা হয়েছে৷ যে কোনো ধরনের নাশকতা এড়াতে এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।