জেনেভা চুক্তি অনুসারে দেখভাল করতে হবে পাক হেফাজতে থাকা ভারতীয় পাইলটকে
নয়াদিল্লি: এক ভারতীয় পাইলটকে পাকিস্তান নিজেদের হেফাজতে নিয়েছে। জেনেভা চুক্তি অনুযায়ী, তাঁর সঙ্গে অবশ্যই মানবিক ব্যবহার করতে হবে পাকিস্তানকে।
তবে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় ওই পাইলটকে বেঁধে তাঁর রক্তাক্ত মুখের ছবি প্রকাশ করে ইতিমধ্যেই জেনেভা চুক্তি লঙ্ঘন করেছে।
কলকাতা ট্রিবিউন ওই ছবি এবং ভিডিও সম্প্রচার করবে না। যদিও, সংশ্লিষ্ট ভিডিওটি পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট থেকে খুব তাড়াতাড়িই মুছে ফেলেছে।
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে বিশ্বের তাবড় নেতারা জেনেভা চুক্তিতে সাক্ষর করেন। পৃথিবীর ১৯৬টি দেশ এই চুক্তিতে সাক্ষর করেন।
যুদ্ধবন্দিদের অধিকারের স্বপক্ষে কথা বলে এই চুক্তি। তাঁদের অসুস্থতার সময় বা তাঁরা আহত হলেও ঠিকভাবে দেখভাল করতে হবে। এমনটাই বলা রয়েছে চুক্তিটিতে।