Friday, June 20, 2025
Latestদেশ

দিল্লির হিংসার বলি IB অফিসার অঙ্কিত শর্মা, নর্দমা থেকে মিলল দেহ

নয়াদিল্লি: ক্রমশই বাড়ছে দিল্লিতে সংঘর্ষে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ২২। এবার ফের এক নিরাপত্তা আধিকারিকের মৃত্যু হল। ২৬ বছর বয়সের অঙ্কিত শর্মা নামে ওই ব্যক্তি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-তে কর্মরত ছিলেন। বুধবার উত্তর-পূর্ব দিল্লির চাঁদ বাগে একটি নর্দমা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে।

মনে করা হচ্ছে, বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাত এবং মারধরের জেরেই মৃত্যু হয়েছে তরুণ আইবি অফিসার অঙ্কিত শর্মার। ২০১৭ সালে আইবি-তে যোগ দিয়েছিলেন অঙ্কিত। বুধবার তাঁর মৃতদেহ খুঁজে পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোজ ছিলেন। এদিন চাঁদবাগের নর্দমায় এক ব্যক্তির হাত দেখতে পান স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।


পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিত। পাথর ছোঁড়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। আইবি-তে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি। খাজুরি খাস এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন অঙ্কিত।

এই নিয়ে দিল্লির হিংসার ঘটনায় মৃত্যু হল দুই পুলিশকর্মীর। এর আগে হিংসায় বলি হয়েছেন দিল্লি পুলিশের এক কনস্টেবল। গুরুতর আহত হয়েছেন এক ডিসিপি। হিংসার ঘটনায় আহত কমপক্ষে ৫০ জন।