Monday, June 16, 2025
Latestদেশ

ধর্ষণে অভিযুক্তদের ব্যাপক মারধর করলেন আইনজীবী ও স্থানীয়রা, দেখুন ভিডিওতে

ভোপাল: হায়দরাবাদকান্ডের মাঝেই দিল্লির হাসপাতালে উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুর পরে উত্তাল গোটা দেশ। এই আবহেই দু’রাজ্যে ধর্ষণে অভিযুক্ত দুই অভিযুক্তের ওপর ঝাঁপিয়ে পড়ল আইনজীবী এবং সাধারণ মানুষ। একটি ঘটনা ঘটেছে কেরলের পালাক্কাডে অপর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মৌয়ে।

পালাক্কাডে দুই বোনের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের ওপর ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষ। এই ঘটনায় সি মধু নামে তৃতীয় অভিযুক্ত, যাকে নিম্ন আদালত সম্প্রতি রেহাই দিয়েছিল। তার ওপরে হামলা চালানো হয়। পালাক্কাডের পুলিশ প্রধান বলেন, কোয়েম্বাটোর থেকে ফেরার সময় সি মধুকে একদল লোক ব্যাপক মারধর করে। তাকে গালাগালিও দেওয়া হয়।


সি মধুকে পালাক্কাডের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এরমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।


অপর ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের মৌয়ে। সেখানে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত অঙ্কিত বিজয়বর্গীয়কে (২৮) ব্যাপক মারধর করে আদালত চত্বরে থাকা আইনজীবীরা। তবে এই ঘটনায় কোনও অভিযোগও দায়ের করা হয়নি।