Sunday, June 22, 2025
Latestদেশ

নির্ভয়ার খুনিদের পক্ষে কথা বলা ইন্দিরার মতো মহিলারাই ধর্ষকদের জন্ম দেয়: কঙ্গনা

নয়াদিল্লি: নির্ভয়ার ধর্ষক-খুনিদের আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। ওই দিনই ফাঁসির দিন ধার্য করেছে আদালত। নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার অপরাধীদের সাজা দিতে বছরের পর বছর দেরি হওয়ায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এবার নির্ভয়ার খুনিদের প্রসঙ্গে মতামত জানাতে গিয়ে শীর্ষ আইনজীবী ইন্দিরা জয়সিংকে কড়া ভাষায় আক্রমণ করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

সম্প্রতি ইন্দিরা জয়সিং নির্ভয়ার মা আশা দেবীর উদ্দেশে টুইটে লিখেছিলেন, নির্ভয়ার মা আশা দেবীর যন্ত্রণা বুঝি। তাঁর কাছে আর্জি জানাচ্ছি, তিনি যেন সোনিয়া গান্ধীর পথ অনুসরণ করেন। নলিনীকে ক্ষমা করেছিলেন সোনিয়া। বলেছিলেন, তিনি তার মৃত্যুদণ্ড চান না। আমরা আপনার সঙ্গে আছি, তবে আমরা মৃত্যুদণ্ডের বিরোধী। আশা দেবীও যাতে ধর্ষকদের ক্ষমা করে দেন, সেই আর্জি জানিয়েছিলেন ইন্দিরা জয়সিং।

ইন্দিরা জয়সিংয়ের সেই আর্জির জবাবেই তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেন কঙ্গনা। তিনি বলেন, অপরাধীদের সঙ্গেই ইন্দিরা জয়সিংকে জেলে রাখা উচিত। কিভাবে এই মহিলা অপরাধীদের প্রতি সমব্যাথী হতে পারেন? এ ধরনের মহিলারাই নির্ভয়ার ধর্ষকদের মতো দানবের জন্ম দেন।


নির্ভয়ার ধর্ষক-খুনিদের সর্বসমক্ষে ফাঁসি দেওয়া উচিত বলে জানান কঙ্গনা। তিনি বলেন, সমাজে দৃষ্টান্ত স্থাপন করার জন্য এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছেন নির্ভয়ার বাবা-মা। নিঃশব্দে এই অপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে কোনও লাভ হবে না। এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত।