Thursday, September 19, 2024
রাজ্য​

লোকসভায় পশ্চিমবঙ্গে চারগুণ আসন বাড়বে বিজেপির, বলছে সমীক্ষা

কলকাতা: ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সারা দেশে নরেন্দ্র মোদীর নামে ঝড় বয়েছিল। তবে তার বিন্দুমাত্র আঁচ বাংলায় পড়েনি। বিজেপি মাত্র ২টি আসন দখল করতে পেরেছিল। একটি আসানসোলে ও একটি উত্তরবঙ্গে। বাকি সারা রাজ্যে বিজয় কেতন উড়িয়ে তৃণমূল কংগ্রেস ৩৪টি আসন জিতেছিল। তবে এবার পরিস্থিতি আলাদা। ইন্ডিয়া টিভি- সিএনএক্স সমীক্ষার দাবি, যদি কেউ মমতার রাজ্যে সামান্য হলেও ভাঙন ধরাতে পারে তাহলে তা হল বিজেপি। গেরুয়া শিবির আগামী লোকসভা ভোটে আসন সংখ্যার বিচারে চারগুণ শক্তিবৃদ্ধি করতে চলেছে বলে সমীক্ষায় ইঙ্গিত মিলেছে।

সমীক্ষায় বলা হয়েছে, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে টেক্কা দেওয়ার মতো একক শক্তি কোনও বিরোধী দল এখনও অর্জন করতে পারেনি। পশ্চিমবঙ্গেও অবস্থাও খানিকটা তেমনই। সমীক্ষা বলছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সারা রাজ্যে তৃণমূলের দাপট দেখা গেলেও আগের বারের চেয়ে কমবে আসন। এবার তৃণমূল ২৭টি আসন পেতে পারে। অন্যদিকে ৮টি আসনে জয় পেতে পারে বিজেপি। বামফ্রন্ট গতবারের ভোটে মাত্র ২টি আসন পেয়েছিল। তবে এবার তা সামান্য বেড়ে ৫টিতে পৌঁছতে পারে বলে ইন্ডিয়া টিভি- সিএনএক্স সমীক্ষায় তুলে ধরা হয়েছে।

এদিকে সর্বভারতীয় কংগ্রেসের আসন কমবে বলে জনমত সমীক্ষায় উঠে এসেছে। গতবারের ভোটে কংগ্রেস ৪টি আসনে জয়লাভ করেছিল। এবার কংগ্রেস একা লড়লে মাত্র ২টি আসন পেতে পারে সমীক্ষায় বলা হয়েছে। ভোট শেয়ারের দিক থেকে এবার তৃণমূল ৩৬.২ শতাংশ, বিজেপি ২৭.৭৭ শতাংশ ভোট শেয়ার পেতে পারে। যেখানে গতবার তৃণমূল পেয়েছিল ৩৯.৭৯ শতাংশ ভোট ও বিজেপি পেয়েছিল ১৭.০২ শতাংশ ভোট।