‘রুস্তম-২’ ড্রোনের পরীক্ষামূলক উড়ান সফল, ২৬ হাজার ফুট উচ্চতায় পৌঁছে দিতে পারবে অস্ত্র
নয়াদিল্লি: প্রতিরক্ষা ব্যবস্থায় ভারত যেভাবে উন্নতি ঘটিয়ে চলেছে, তা উৎসাহব্যঞ্জক। ঢেলে সাজানো হচ্ছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। লাদাখ সীমান্ত নিয়ে চিনের সঙ্গে উত্তেজনার আবহেই এবার ভারতীয় সেনার হাতে এল রুস্তম ২ (Rustom II)। ২৬ হাজার ফুট উচ্চতায় নজরদারি চালানোর পাশাপাশি অস্ত্র পৌঁছে দিতে পারবে এই ড্রোন। শুক্রবার কর্ণাটকের চিত্রদূর্গে এই ড্রোনের পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে।
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) তৈরি এই ড্রোন শুক্রবার ১৬০০ ফুট উচ্চতায় টানা আট ঘন্টা উড়েছে। এর আগে গতবছর এটির পরীক্ষামূলক উড়ানের সময় ভেঙে পড়ে। তবে এবারের পরীক্ষায় সফল হল রুস্তম ২। এটি মার্কিন এয়ারফোর্সের MQ-1 প্রিডেটরের সমতুল্য। তাই এটি নিঃসন্দেহে চিনের বুকে ভয় ধরাবে এবং শত্রু দেশের কাছে রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। চিনা সংবাদমাধ্যম ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে দাবি করেছে, ভারত ২৪ ঘণ্টা চর হিসেবে ওড়াতে পারে এই ড্রোনকে।
উল্লেখ্য, ২৪ ঘণ্টা ধরে একটানা উড়ে নজরদারি চালাতে পারে এই ড্রোন। তথ্য সংগ্রহ করে দিতে পারবৈ ভারতীয় সেনা, নৌবাহিনী ও বায়ুসেনাকে। পরে এই ড্রোনে অস্ত্রও যুক্ত করা হতে পারে। পরবর্তীতে রুস্তম-২ তে যোগ করা হবে এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল, স্মার্ট বম্ব। মার্কিন সেনাবাহিনীতে ব্যবহৃত ড্রোনের মতো করেই সাজানো হবে এটি। ইজরায়েলের তৈরি ড্রোন হেরনের জায়গা নিতে চলেছে রুস্তম-২।
ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে ‘দ্য ওয়ারিয়র’ নামে ডেকে থাকে। যদিও এটির পোশাকি নাম রুস্তম। ‘মিডিয়াম অল্টিটিউট আনম্যানড এরিয়াল ভেহিকল’ (UAV) রুস্তমের উন্নত ভ্যারিয়ান্ট হল রুস্তম-২। ওয়াকিবহাল মহলের মতে, লাদাখের মতো অধিক উচ্চতায় যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় সেনার কাছে তুরুপের তাস হয়ে উঠতে পারে রুস্তম-২।


