২০১৯-২০ অর্থবর্ষে ভারতের জিডিপি ৭.৫ শতাংশ বৃদ্ধি হবে: বিশ্ব ব্যাংক
নয়াদিল্লি: ভারতকে সুখবর দিল বিশ্ব ব্যাংক। আর প্রতিবেশী চিনকে শোনাল দুঃসংবাদ। বিশ্ব ব্যাংক জানাল, ভারতের অর্থনীতির স্বাস্থ্য বেশ ভালো হবে ২০১৯-২০ অর্থবর্ষে। আর তা আরও ভালো হয়ে উঠবে পরের দু’-দু’টি অর্থবর্ষে। অন্যদিকে, উত্তরোত্তর পিছিয়ে পড়বে চিনের অর্থনীতি।
বিশ্ব ব্য়াংক আশা করছে, ২০১৯-২০ অর্থবর্ষে ভারতের অর্থনীতিতে ব্যাপক বৃদ্ধি। বিশ্ব ব্য়াংকের হালের রিপোর্ট জানিয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে ভারতের জিডিপি-বৃদ্ধির হার বেড়ে হবে ৭.৫ শতাংশ।
World Bank sees jump in India’s growth | India’s GDP to grow at 7.5%: World Bank. pic.twitter.com/LAwQAcUJO6
— TIMES NOW (@TimesNow) 8 April 2019
তবে ঠিক কী কী কারণে হবে এই বৃদ্ধি? কারণ হিসেবে বিশ্ব ব্যাংক জানিয়েছে, জিএসটি, ব্যাংকিং ব্যবস্থায় সংস্কারের সুফলের জন্যই এই বৃদ্ধি হবে।