Sunday, September 15, 2024
দেশ

আসছে ‘ট্রেন-১৮’ গতি ঘণ্টায় ১৬০ কিমি, দুর্ঘটনাতেও হবে না মৃত্যু

চেন্নাই: সম্পূর্ণ দেশীয় প্রয়ুক্তিতে তৈরি ‘ট্রেন ১৮’ যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার। যা ভারতের দ্রুততম। ২০১৯ সালের জানুয়ারি থেকে চালু হবে ‘ট্রেন-১৮’। প্রাথমিকভাবে দিল্লি-ভোপাল রুটে চালানো হবে ট্রেনটি। ট্রেনটি তৈরি করেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি(ICF)।

ট্রেনটি তৈরি করতে খরচ হয়েছে ১০০ কোটি টাকা। গোটা ট্রেনটাই স্টেইনলেস স্টিলের। সবকটি কোচই শীততাপ নিয়ন্ত্রিত। এটিতে থাকছে মোট ১৬টি চেয়ারকার কোচ। এর মধ্যে ১৪টি নন একজিকিউটিভ ও ২টি একজিকিউটিভ চেয়ার কার। একজিকিউটিভ চেয়ার কারে বসতে পারবেন ৫৬ জন যাত্রী। নন একজিকিউটিভ চেয়ারকারে বসার জায়গা রয়েছে ৭৮ জনের। ট্রেনটিতে রয়েছে ওয়াইফাই ব্যবস্থা, জিপিএস বেসড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, মডিউলার টয়লেট।

ICF-র ম্যানেজিং ডিরেক্টর সুধাংশু মানি বলেন, ট্রেন-১৮-এ যাত্রীসুরক্ষার উপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, ট্রেনটির বগিগুলি এমনভাবে ডিজ়াইন করা হয়েছে যে, ১৬০ কিলোমিটার বেগে ছোটা সত্ত্বেও লাইনচ্যুত হওয়ার কোনও ভয় নেই। কাপলিংগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ধাক্কা লাগলেও একটি বগি অপরটির উপর উঠে যাবে না। ফলে বড় দুর্ঘটনাতেও এড়ানো যাবে মৃত্যু। ন্যূনতম যাত্রী আহত হবে। এছাড়াও জোর দেওয়া হয়েছে অগ্নি সুরক্ষাতে।

সুধাংশু মানির বিশ্বাস, ICF-র ক্ষমতা রয়েছে আরও উন্নত ট্রেন তৈরি করার। তিনি বলেন, এটা আমাদের প্রথম পদক্ষেপ। আমাদের আরও ধাপ অতিক্রম করতে হবে। কিন্তু, আমি বলতে পারি আমরা বুলেট ট্রেন ও মেট্রো তৈরি করতে প্রস্তুত।