‘মেক ইন ইন্ডিয়া’-র তৈরি ‘ব়্যাপিড’ ট্রেনের ঘণ্টায় গতিবেগ ১৮০ কিমি, দেখুন ফার্স্ট লুক
নয়াদিল্লি: কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক অত্যাধুনিক রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম (Regional Rapid Transit System সংক্ষেপে RRTS) ট্রেনের ফার্স্ট লুক সামনে আনলো। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় তৈরি এই ট্রেনের ফলে বায়ু দূষণ- দুর্ঘটনা কমবে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ১৮০ কিলোমিটার। জানা গিয়েছে, প্রাথমিকভাবে দিল্লি, গাজিয়াবাদ ও মেরঠের মধ্যে চলাচল করবে এই ট্রেন।
প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অন্যতম সেরা প্রকল্প হিসাবে উল্লেখ করা ছিল ‘ব়্যাপিড’ ট্রেনের। দিল্লির সঙ্গে সংলগ্ন রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থা বিশ্বমানের করতে এই ট্রেন চালানো হবে। ২০২২ সালে প্রোটোটাইপ তৈরির কাজ শেষ হবে। ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিবেগ হলেও ঘণ্টায় ১৬০ কিলোমিটারে এই ট্রেন চালানো হবে। ২৪ টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন।
এনসিআরটিসির ম্যানেজিং ডিরেক্টর বিনয় কুমার সিং জানন, নতুন ভারতের দিকে দেশকে নিয়ে যাবে এই ট্রেন। শক্তি সাশ্রয় হবে, ব্রেকের সময় ৩০ শতাংশ শক্তি পুনরায় উৎপাদিত হবে। আরআরটিএসের রক্ষণাবেক্ষণ খরচও কম হবে।
জানা গিয়েছে, প্রতিটি কোচে ছ’টি স্বয়ংস্ক্রিয় প্লাগ-ইন দরজা থাকবে। প্রতিটি দিকে তিনটি দরজা থাকবে। বিজনেস ক্লাসের ক্ষেত্রে দু’দিকে দু’টি করে মোট চারটি দরজা থাকবে। গোটা ট্রেন শীতাতপ নিয়ন্ত্রিত হবে। সড়ক পথে বর্তমানে দিল্লি থেকে মেরঠ যেতে সময় লাগে ৩-৪ ঘণ্টা। এই ট্রেনে ৫৫ মিনিটেই পৌঁছানো যাবে। ফলে অনেক সময় সাশ্রয় হবে।


