Thursday, September 19, 2024
দেশ

দেশে এই প্রথম হাতিদের জন্য চালু হল বিষেশায়িত হাসপাতাল

মথুরা: হাতির চিকিৎসার জন্য একটি বিষেশায়িত হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার মথুরার চুরমুরা এলাকার ফারহা গ্রামে এ হাসপাতালের উদ্বোধন করা হয়। এটি ভারতে হাতির জন্য প্রথম বিষেশায়িত হাসপাতাল। অত্যাধুনিক এক্সরে মেশিন থেকে শুরু করে, লেজার ট্রিটমেন্ট, দন্ত চিকিৎসা, অাল্ট্রাসোনোগ্রাফি, অপারেশন থিয়েটার-সহ প্রায় সমস্তরকম উন্নত পরিষেবা পাওয়া যাবে হাসপাতালটিতে।

স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওয়াইন্ড লাইফ এসওএস’এর উদ্যোগে হাসপাতালটি তৈরি করা হয়েছে। হাসপাতালটিতে অসুস্থ ও আহত হাতিদের চিকিৎসার ব্যবস্থা থাকছে, সেই সঙ্গে থাকছে বৃদ্ধ হাতিদের পুনর্বাসনের ব্যবস্থাও। উন্নত ও নিরাপদ প্রজনের সুব্যবস্থাও রয়েছে। পাশাপাশি শিক্ষানবিশ পশু চিকিৎসকদের হাতেকলমে কাজ শেখারও সুযোগ রয়েছে।

‘ওয়াইন্ড লাইফ এসওএস’ সংস্থার দাবি, নতুন এই হাসপাতালটি তৈরি হওয়ার ফলে ভারতে বিনা চিকিৎসায় হাতি মৃত্যুর হার কমবে। তাছাড়া উপযুক্ত পরিকাঠামো পাওয়ায় শিশু হাতির মৃত্যুর পরিমাণও কমবে।

উল্লেখ্য, পরিবেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতে প্রায় ৬৫৫টি হাতির অকালমৃত্যু হয়েছে। প্রতিমাসে গড়ে ৭টি হাতির মৃত্যু হয় শুধুমাত্র দুর্ঘটনা এবং রোগভোগে। যদিও, মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই মৃত্যুর সংখ্যাটি বাস্তবে আরও বেশি হতে পারে কারণ, সমীক্ষার সময় অনেক রাজ্যই সঠিক তথ্য দিতে পারেনি। যদিও ভারতে এর আগে একটিও হাতির চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল ছিল না। অবশেষে সেই অভাব মিটল ওয়াইন্ড লাইফ এসওএসের উদ্যোগে।