Thursday, June 19, 2025
Latestদেশ

দেশের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ হলেন বিপিন রাওয়াত

নয়াদিল্লি: দেশের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হলেন জেনারেল বিপিন রাওয়াত। মঙ্গলবার সেনাপ্রধানের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন তিনি। সোমবারই প্রতিরক্ষামন্ত্রকের সেনা বিষয়ক পদের প্রধান হিসাবে রাওয়াতের নাম ঘোষণা করে কেন্দ্র।

২০২৩ সালের মার্চ পর্যন্ত সিডিএস পদে থাকবেন জেনারেল বিপিন রাওয়াত। সেনার তিন বাহিনীর কাজে সমন্বয়ের দায়িত্বে থাকবেন তিনি। তবে, নিরাপত্তা বাহিনীকে কোনও নির্দেশ দিতে পারবেন না তিনি।

চলতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চিফ অব ডিফেন্স স্টাফ পদ সৃষ্টির ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমোর ঘোষণার পর দেশের প্রতিরক্ষা মন্ত্রক তৎপরতা শুরু করে। সিডিএসপদে নিযুক্ত ব্যক্তি তিনটি সামরিক বিভাগেরই প্রধান হিসেবে গণ্য হবেন।

২৪ ডিসেম্বর কেন্দ্রীয় ক্যাবিনেট দেশের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করতে নজিরবিহীন পদক্ষেপ করে। চিফ অফ ডিফেন্স স্টাফ পদ তৈরির ব্যাপারে সম্মতি দেয় মোদী সরকার।

চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দেশের সুরক্ষা ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এই পদধারী। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা তাঁকে রিপোর্ট করবেন।