Friday, June 20, 2025
Latestদেশ

৭ বছর পর জয় পেলাম, ২২ জানুয়ারি আমার বড়দিন, বললেন নির্ভয়ার মা

নয়াদিল্লি: ন্যায় বিচার পেতে নির্ভয়ার মা আশা দেবীকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সাত বছর। মঙ্গলবার দিল্লির পাটিয়ালা কোর্ট অবশেষে জানিয়ে দিল দোষীদের ফাঁসি দিনক্ষণ। বিচারক সতীশ কুমার জানিয়ে দেন, নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি হবে ২২ জানুয়ারি সকাল ৭টায়।

আদালতের এই রায় ঘোষণার পর সাংবাদিকদের সামনে নির্ভয়ার মা বলেন, এই রায়ে বিচারব্যবস্থার প্রতি মানুষের মনে ফের আস্থা ফিরিয়ে আনবে। আমার মেয়ে শেষ পর্যন্ত বিচার পাবে। দেশের সব মেয়ে সুবিচার পাবে। তিনি বলেন, এটা ভারতের জয়, ৭ বছর পর জয় পেলাম। ২২ জানুয়ারি আমার বড়দিন।

রায় ঘোষণার পর নির্ভয়ার বাবা বলেন, আমি এই রায়ে খুশি। দোষীদের ২২ জানুয়ারি সকাল ৭টায় ফাঁসিতে ঝোলানো হবে। এর পর এই রকম কোনও পাপ করার আগে লোকের মনে ভয় হবে।

২০১২ সালের ১৬ই ডিসেম্বর রাতে দিল্লির চলন্ত বাসে ২৩ বছরের তরুণীকে গণধর্ষন করে ৬ জন। ৬ দোষীর মধ্যে একজন জেলেই আত্মহত্যা করে, অন্য এক নাবালক দোষীর আইন অনুযায়ী শাস্তি হয়। বাকি ৪জনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করল আদালত। ২২জানুয়ারী সকাল ৭টায় ফাঁসি দেওয়া হবে ৪ দোষী পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, বিনয় শর্মাকে।