Wednesday, November 19, 2025
দেশ

ভারতে সুস্থতার হার বেড়ে হল ৭৪.৩০ শতাংশ

নয়াদিল্লি: ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ। ভারতে মোট সুস্থতার হার ৭৪.৩০ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ৫ হাজার মানুষ। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে প্রতি লাখে মৃত্যুর সংখ্যাও কমেছে। এখন এক লাখে মৃত্যুর হার ১.৮৯ শতাংশ।

সুস্থতার হার বাড়ায় ক্রমশ কমাচ্ছে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ভারতে এখন সক্রিয় কেস রয়েছে ১৪,৬৬,৯১৮ টি। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট সুস্থ হয়েছেন ৭৪.৩০ শতাংশ করোনা রোগী। অর্থাৎ প্রতি চার জন আক্রান্তের মধ্যে সুুুুুস্থ হয়ে উঠেছেন তিন জন।

গত ১৭ জুন দেশে মোট সুস্থতার হার ৫২.৮ শতাংশ। একমাস বাদে অর্থাৎ ১৭ জুলাই সুস্থতার হার ৬৩.২৪ শতাংশ। ২০ আগস্ট শতাংশ ৭৪.৩০ শতাংশ। দেশের মধ্যে দিল্লিতে সুস্থতার হার সবচেয়ে বেশি। সে রাজ্যে সুস্থতার হার ৯০.১০ শতাংশ। তামিলনাড়ু সুস্থতার হার ৮৩. ৫০ শতাংশ। গুজরাটে সুস্থতার হার প্রায় ৮০ শতাংশ, তেলেঙ্গানায় ৭৭.৪০ শতাংশ আর পশ্চিমবঙ্গে ৭৫ শতাংশের ওপরে।

উল্লেখ্য, ভারতের তৈরি ৩ টি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে। দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে মোট আক্রান্ত ৬,৪৩,২৮৯ জন, মারা গিয়েছেন ২১,৩৫৯ জন। তারপরেই আছে তামিলনাড়ু (৩,৬১,৪৩৫), অন্ধ্রপ্রদেশ (৩,২৫,৩৯৬), কর্ণাটক (২,৫৬,৯৭৫) উত্তরপ্রদেশ (১,৭২,৩৩৪), দিল্লি (১,৫৭,৩৫৪), পশ্চিমবঙ্গ (১,৩২,৩৬৪), বিহার (১,১৪,৯৪১)।