ভারতে সক্রিয় কেস ১২৯,৯১৭ টি, সেরে উঠেছেন ১২৯,২১৫ জন; সুস্থতার হার ৪৮.৪৬ শতাংশ
নয়াদিল্লি: দেশে একদিনে ফের সর্বাধিক আক্রান্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৯,৯৮৭ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৬৬,৫৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১,২৯,২১৫ জন। সুস্থতার হার ৪৮.৪৬ শতাংশ। সক্রিয় করোনা আক্রান্ত ১,২৯,৯১৭ জন।
সরকারি তথ্য অনুযায়ী, করোনায় মোট মৃত্যু হয়েছে ৭,৪৬৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৬৬ জন। দেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৮,৫২৮ জন। চিনকেও টপকে গিয়েছে তাঁরা। মহারাষ্ট্রই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে মারা গিয়েছেন ৩,১৬৯ জন। দ্বিতীয় ক্ষতিগ্রস্থ রাজ্য তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৩৩,২২৯ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে আক্রান্ত ৩০ হাজার জন।
মঙ্গলবার সকাল ৮টা অবধি নতুন করে ২৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ১০৯ জন মহারাষ্ট্রের, ৬২ জন দিল্লির, ৩১ জন গুজরাটের, ১৭ জন তামিলনাড়ুর, ১১ জন হরিয়ানার, ৯ জন পশ্চিমবঙ্গের, ৮ জন উত্তর প্রদেশের, ৬ জন রাজস্থানের, ৪ জন জম্মু এবং কাশ্মীরের, ৩ জন কর্ণাটকের, মধ্য প্রদেশ ও পাঞ্জাবে ২ জন করে এবং বিহার ও কেরলে একজন করে মারা গিয়েছেন।
এখনও পর্যন্ত ভারতে মোট ৪৯,১৬,১১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১,৪১,৬৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার থেকে লকডাউনের বিভিন্ন ক্ষেত্র শিথিল করার অনুমতি মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, আনলকের পর দেশে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা যথেষ্ট। আর সেই আশঙ্কাই সত্যি হচ্ছে।