ভারতের প্রথম ‘ইঞ্জিনবিহীন’ ট্রেন, গতি ঘণ্টায় ১৬০ কিমি
চেন্নাই: আগামী ২৯ অক্টোবর প্রথম ট্রায়াল রানে নামছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি চেন্নাই আইসিএফ-এ তৈরি ‘ট্রেন-১৮’ অত্যাধুনিক ট্রেন। অত্যাধুনিক এই ট্রেনটির মূল বিশেষজ্ঞ, ট্রেনটি ইঞ্জিনবিহীন। ইঞ্জিনবিহীন এই ‘ট্রেন-১৮’-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। যা কিনা শতাব্দী এক্সপ্রেসের চেয়েও ৩০ কিমি বেশি। এটিই প্রথম পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন। এই ট্রেনটি তৈরির পরিকল্পনা থেকে শুরু করে, প্রযুক্তি, যন্ত্রপাতি সবই ভারতীয়।
উচ্চগতির এবং ইঞ্জিনবিহীন এই ‘ট্রেন ১৮’-র মোট কামরা সংখ্যা ১৬টি। প্রায় আঠেরো মাস ধরে চেন্নাইয়ের ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এই ট্রেনটি। ট্রেনটির মাঝখানে আছে দুটি একজিকিউটিভ কম্পার্টমেন্ট। সেখানে ৫২টি সুপার কমফর্ট আসন রয়েছে। অন্য কোচগুলিতে সিটের সংখ্যা ৭৮।
Look forward to faster, more comfortable and luxurious inter-city train travel with Indian Railways’ Train 18.https://t.co/LXWiXYkV7O pic.twitter.com/SnevW7LhHz
— Piyush Goyal (@PiyushGoyal) 24 October 2018
এই ট্রেনে রয়েছে প্লাজমা টিভি থেকে শুরু করে সিসিটিভি, অটোমেটিক দরজা এবং জিপিএস নিয়ন্ত্রিত প্যাসেঞ্জার ইনফর্মেশন সিস্টেমও। প্রতিটি যাত্রীই যাতে ড্রাইভারকে দেখতে পান, সেভাবেই ট্রেনের নকশা তৈরি করা হয়েছে। বগিগুলি প্রযুক্তির দিক থেকে অনেকটাই উন্নত মানের। ট্রেনের নিচে পাওয়ার ট্রান্সমিশন থাকবে। সেখান থেকেই পাওয়ার এসে এসি থেকে আলো সব জ্বালাতে সাহায্য করবে। স্টেশন এলে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে সিঁড়ি। যা দিয়ে নামা-ওঠা করবে যাত্রীরা। ট্রেন ছাড়ার সময় আবার তা ভিতরে ঢুকে যাবে।
অত্যাধুনিক এই ট্রেনটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। আপাতত ১টি ট্রেন চালু করার কথা থাকলেও পরবর্তীকালে আরও বেশ কয়েকটি ইঞ্জিনবিহীন ট্রেন চালুর পরিকল্পনার রয়েছে কেন্দ্রীয় সরকারের।