একই দিনে টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করল ভারতের পুরুষ ও মহিলা হকি দল
ভুবনেশ্বর: একই দিনে জোড়া সুখবর দিল ভারতের পুরুষ ও মহিলা হকি দল। কয়েক ঘণ্টার ব্য়বধানেই ভারতের পুরুষ ও মহিলা হকি দল টোকিও অলিম্পিকের যোগ্য়তা অর্জন করল। আগামী বছর জাপানের রাজধানী টোকিওতে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-যোগ্যতা অর্জন করল টিম ইন্ডিয়ার মেয়ে এবং ছেলেরা।
আমেরিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ১-৪ গোলে হারলেও, প্রথম ম্যাচ ৫-১ গোলে জেতার সুবাদে ৬-৫ গোলে এগিয়ে থেকে টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করল ভারতের মহিলা হকি দল। ৪৮ মিনিটে ভারত অধিনায়ক রানি রামপালের একমাত্র গোলের সৌজন্যেই এই জয় আসে।
Seats booked on the ✈ to #Tokyo2020! ?
The #IndianEves seal their Olympic hockey berth, hanging on to beat USA 6-5 on aggregate! ?#INDvUSA pic.twitter.com/jGSrDb5AeA
— Star Sports (@StarSportsIndia) November 2, 2019
১৯৮০ এবং ২০১৬-র পর এই নিয়ে তৃতীয়বার অলিম্পিকে যাচ্ছে ভারতের মহিলা হকি দল। ১৯৮০-র পরে অলিম্পিকে যেতে ভারতের ১৭ বছর অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু এবার ৪ বছরের মধ্য়েই তাঁরা ফের অলিম্পিকে যাচ্ছে।
FT: ?? 7-1 ??
Teamwork makes the dream work. Tokyo, here we come! ✈️??#IndiaKaGame #INDvRUS #RoadToTokyo #Tokyo2020 #KalingaKalling #GiftOfHockey pic.twitter.com/VvVe1MvIxo
— Hockey India (@TheHockeyIndia) November 2, 2019
অন্য়দিকে, ভারতের পুরুষ দল অলিম্পিকের বাছাই পর্বে বিশ্বের তাবড় দল রাশিয়াকে ৭-১ গোলে গুঁড়িয়ে দিয়ে টোকিও অলিম্পিকের যোগ্য়তা অর্জন করল। প্রথম লেগে ভারত রাশিয়াকে হারিয়েছিল ৪-২ গোলে। দুই লেগ মিলিয়ে মনপ্রীত সিংরা জেতে ১১-৩ ব্য়বধানে।