Thursday, December 12, 2024
দেশ

যাত্রা শুরু হল শ্রী রামায়ণ এক্সপ্রেসের, দেখানো হবে রামের জন্মভূমি থেকে যুদ্ধস্থান

নয়াদিল্লি: বুধবার থেকে শ্রী রামায়ণ এক্সপ্রেস নামে একটি নয়া ট্রেন পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। রামায়ণ এক্সপ্রেসে চড়েই যতে পারবেন শ্রীলঙ্কা সফরে। এদেশে শ্রীরামের জন্মভূমি থেকে শুরু করে বনবাস স্থল এবং লঙ্কায় রামচন্দ্রের স্মৃতিধন্য স্থানগুলিকে এক সুতোয় বাঁধবে এই ট্রেন। ট্রেনের গায়ে থাকছে রামায়ণের কাহিনীর সচিত্র বিবরণ। রাজধানী দিল্লির সফদরগঞ্জ স্টেশন থেকে প্রথম ধাপের যে যাত্রা শুরু হবে, তা শেষ হবে দক্ষিণ ভারতের রামেশ্বরে। দ্বিতীয় ধাপের যাত্রা হবে শ্রীলঙ্কার উদ্দেশে।

রামায়ণ এক্সপ্রেসে চেপে গোটা সফর শেষ করতে আপনার সময় লাগবে ১৬ দিন। এই শ্রী রামায়ণ এক্সপ্রেসে চেপেই দেশের একাধিক দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন পুন্যার্থীরা। ৮০০ জন যাত্রী একসঙ্গে এই সফর করতে পারবেন। ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের প্রথম যাত্রার জন্য ট্রেনের সমস্ত আসন একেবারে ভর্তি হয়ে গিয়েছে।

ভারত সফরের জন্য ট্রেন যাত্রীদের ক্ষেত্রে ১৫,১২০ টাকা ধার্য করা হয়েছে। এবার পর্যটকেরা যদি শ্রীলঙ্কা সফর করতে চান তাহলে তাঁকে ৩৬,৯৭০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। সফদরগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি রাম জন্মভূমি অযোধ্যায় প্রথম থামবে। হনুমান গরহি, রামকোট ও কনকভবন মন্দির দর্শন করবেন যাত্রীরা। এরইসঙ্গে নন্দীগ্রাম, সীতামারি, জনকপুর, বারাণসী, প্রয়াগ, চিত্রকূট, নাসিক, হাম্পি ও রামেশ্বরম শ্রীলঙ্কা পৌঁছবে ট্রেনটি। শ্রীলঙ্কায় রামের সঙ্গে জড়িত ক্যান্ডি, নুয়ারা, এলিয়া, কলম্বো ও নেগোম্বো দর্শন করতে পারবেন যাত্রীরা।