ফের ডাবল ডেকার ট্রেন চালু করছে ভারতীয় রেল
কলকাতা: ফের ডাবল ডেকার ট্রেন চালু করছে ভারতীয় রেল। শীঘ্রই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ, ব্যস্ত রুটে এই ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। কাপুরতলা রেল কোচ ফ্যাক্টরি তৈরি করেছে অত্যাধুনিক এই ডাবল ডেকার ট্রেন। নয়া এই ট্রেনে কোচ পিছু থাকছে মোট ১২০টি বসার আসন। উপরের তলায় বসতে পারবেন ৫০ জন যাত্রী। নীচে বসতে পারবেন ৭০ জন যাত্রী।
রেল মন্ত্রক সূত্রে খবর, সেমি হাইস্পিড রুটে চলবে দো-তলা এই ট্রেন। এই ট্রেন সর্বাধিক ১৬০ কিমি গতিতে ছুটতে সক্ষম। এই ট্রেনের নকশা তৈরি করছে কাপুরতলা রেল কোচ ফ্যাক্টরি। যাত্রীদের কথা মাথায় রেখেই এই ট্রেনের অন্দরসজ্জা করা হয়েছে। থাকছে স্লাইডিং ডোর, জিপিএস ভিত্তিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম মতো সমস্ত ব্যবস্থা। এছাড়া খাবার সরবরাহ করার জন্যে থাকবে প্যান্ট্রি কার।
থাকছে সিসিটিভি ব্যবস্থা। থাকছে ফায়ার এবং স্মোক ডিটেকশনের ব্যবস্থা। লাল-হলুদ রঙের এই ট্রেন সেট ইতিমধ্যেই বানানো হয়ে গিয়েছে। ট্রায়াল চলছে।
উল্লেখ্য, রেলমন্ত্রী থাকাকালীন ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ডাবল ডেকার ট্রেন। হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত রুটে চলত এই ট্রেন। তবে প্রথমেই হোঁচট খেতে হয়েছিল পূর্ব রেলকে। এই ট্রেন চলাচল লাভজনক না হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছিল।


