নিপীড়িত, বিতাড়িত, শরণার্থীদের জন্যেই নাগরিকত্ব আইন, ভারতীয় মুসলিমদের কোনও ভয় নেই: মোদী
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে সবর হয়েছেন বিরোধীরা। রবিবার দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, নাগরিকত্ব আইন নিয়ে ইচ্ছাকৃত ভাবে মিথ্যে গুজব ছড়াচ্ছে বিরোধী দলগুলি। বিরোধীদের একহাত করে নিয়ে মোদী বলেন, ভারতীয় মুসলিমদের সঙ্গে সিএএ এবং এনআরসির কোনও সম্পর্ক নেই।
প্রধানমন্ত্রী বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য করা হয়নি। মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের মধ্যে যারা নিপীড়িত, বিতাড়িত, শরণার্থী, তাঁদের কথা ভেবেই এই আইন করা হয়েছে।
বিরোধী দলগুলি অযথা গুজব ছড়াচ্ছে, যে সমস্ত মুসলিমদের নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। মোদী বলেন, কোনও ভারতীয় মুসলিমকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। আমি অবাক হয়ে যাচ্ছি, মিথ্যা কথা প্রচারের জন্য মানুষ কত দূর যেতে পারে!
প্রধানমন্ত্রী বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জির সঙ্গে ভারতীয় মুসলমানদের কোনও দ্বৈরথ নেই। কিন্তু বিরোধী দলগুলি চাইছেন, পাকিস্তানের সমস্ত জনগণকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। কিন্তু সেটা কিভাবে সম্ভব?
নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯-এ বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও পার্সি শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই আইন মুসলিমদের বাদ দেওয়ায় বিজেপি বিরোধী দলগুলি সবর হয়েছে।